এসইও কাকে বলে ? SEO এর পূর্ণরুপ হচ্ছে Search Engine Optimization. Search অর্থ অনুসন্ধান, Engine অর্থ যন্ত্র আর Optimization সবচেয়ে ফলপ্রসূভাবে পরিচিতি করানো। অর্থাৎ Search Engine Optimization অর্থ সবচেয়ে ফলপ্রসূভাবে অনুসন্ধান যন্ত্রের কাছে পরিচিতি করানো।
এসইও কাকে বলে?
SEO হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম দিকে বা শীর্ষে নিয়ে আসা। এসইও একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনের কাছে পচিচিতি ঘটিয়ে তাকে সার্চ রেজাল্টের প্রথম দিকে নিয়ে আসা।
একটি কোম্পানি কেন এসইও করে? এসইও এর মাধ্যমে একটি কোম্পানীর ওয়েব সাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসলে যখন কোন ভিজিটর শীর্ষে থাকা সাইটের তথ্য পাওয়ার জন্য সেখানে প্রবেশ করে। এভাবে কোন কোম্পানী তাদের প্রডাক্ট বা সার্ভিসকে ভিটিটরের কাছে পরিচিতি ঘটায়। আর এর মাধ্যমে ভিজিটর সেই কোম্পানীর পন্য সম্পর্কে তথ্য লাভ করে প্রডাক্ট বা সেবা ক্রয় করার জন্য মনন্থির করে। এভাবে কোম্পানী তাদের পন্য বা সেবা ক্রেতার কাছে পৈৗছে দিয়ে তাদের ব্যবসার পরিধি আরো বিস্তার করে এবং কোম্পানী আগের চেয়ে বেশি সেলস করতে পারে।
SEO শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিজিট কম্পিউটার ও ফেসবুকে
এসইও কত প্রকার ও কি কি?
এসইও সাধারণত দুই প্রকার, যথা: পেইড এসইও এবং অর্গানিক এসইও। What is Paid SEO (পেইড এসইও কি): পেইড এসইও মানে হচ্ছে ads এর বিনিময় ট্রাফিক জেনারেট করা কে বোঝায়। এতে অর্থের প্রয়োজন হয়।
- Google ads
- Bing ads
- Facebook ads
- Instagram ads
- Native ads
- Push ads
এরকম হাজারো বিজ্ঞাপনের বিনিময় ওয়েবসাইটের ট্রাফিক জেনারেট করা কে Paid Seo বলে। What is Organic SEO (অর্গানিক এসইও কি): Organic বা জৈবিক নাগাদ হল এমন লোকের সংখ্যা যা অর্থ প্রদানের বিতরণ ছাড়াই আপনার সামগ্রী দেখেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল রকম অ্যালগরিদম মেনে একটি কনটেন্ট কে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানোর চেষ্টা করা কে অর্গানিক এসইও বলে। Organic SEO আবার দুই প্রকার যথা: ON PAGE SEO এবং OFF PAGE SEO.
অন পেজ এসইও কি (What is ON Page SEO):
অন পেজ এসইও হচ্ছে ওয়েবসাইট এর ভিতরে যে অপটিমাইজেশন করা হয়। যেমন ওয়েব পেজের মধ্যে যত ধরনের কনটেন্ট থাকে, সেগুলোকে ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে গড়ে তুলাই হচ্ছে অন পেজ এসইও এর কাজ। বিশেষকরে একটি ওয়েব পেজের টাইটেল ট্যাগ, ম্যাটা ট্যাগ ও কীওয়ার্ড সঠিকভাবে অপটিমাইজেশন করাকে অন পেজ এসইও বলে। on page seo করার জন্য কিছু নিয়ম গুলি নিচে তুলে ধরা হলো।
- কিওয়ার্ড রিসার্চ (Keyword Research):
- ইউআরএল অপটিমাইজেশন (URL Optimization)
- টাইটেলে কিওয়ার্ড যুক্ত করা (Use Keyword in Tittle)
- ইমেজ অলটার ট্যাগ (Image Alter Tag)
- ইমেজ অপটিমাইজেশন (Image Optimization)
- ছোট ছোট প্যারাগ্রাফ(Short Paragraph)
- H1, H2 ও H3 ট্যাগে কিওয়ার্ডের ব্যবহার (Use of Keyword in H1, H2, and H3)
- ইন্টারনাল লিংক (Internal Link)
- এক্সটারনাল লিংক (External Link)
- কিওয়ার্ড ডেনসিটি (Keyword Density)
এভাবে অনপেজ এসইও করলে, আপনার ওয়েবসাইট গুগোল রেংক পেতে কোন সমস্যা হবে না। এভাবেই মূলত অনপেজ এসইও করে।
SEO শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিজিট কম্পিউটার ও ফেসবুকে
অফপেইজ এসইও কি (What is off page SEO):
অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইটের বাহিরে SEO অপটিমাইজেশন করা হয় তাকে বোঝায়। যেমন হতে পারে অতিথি ব্লগিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ওয়েবসাইট ব্যাকলিংক, মন্তব্য ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং এগুলো করে নিজের ওয়েবসাইটে ট্রাফিক আনা কে ও off page seo বলে। ব্যাকলিংক ওরফে লিংকবিল্ডিং এ বিষয়ে আমাদের একটি টিউটোরিয়াল আছে। ওটি পড়লে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন অফ পেজ এসইও সম্পর্কে। অফ পেজ এসইও কি কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করি।
- Backlink (ব্যাকলিংক)
- Link Building (লিংক বিল্ডিং)
- web 2.0 (ওয়েব ২.০)
- Social Share (সোশ্যাল শেয়ার)
- Guest Posting (গেস্ট পোস্টিং)
- Forum Posting (ফোরাম পোস্টিং)
- Email Marketing (ইমেল মার্কেটিং)
- Broken Link (ব্রোকেন লিংক)
- Document Sharing (ডকুমেন্ট শেয়ারিং)
- Infographic Submission (ইনফোগ্রাফিক সাবমিশন)
এগুলোর মাধ্যমেই মূলত অফ পেজ এসইও করতে হয়। যারা জানেন না এগুলো সম্পর্কে ভালোভাবে জানেন, তাহলে off page অপটিমাইজেশন সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন।
এসইও কাকে বলে
SEO শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন ডিজিট কম্পিউটার ও ফেসবুকে