আপনিও লিখুন আর হয়ে যান প্রথম শিক্ষা বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ “ডিজিট কম্পিউটার ”র একজন ব্লগার বা লেখক।

আমাদের উদ্দেশ্য হলো সকল স্তরের শিক্ষার্থীদেরকে সম্মিলিত করে লেখাপড়ার প্রয়োজনীয় তথ্য  ও সমস্যার সমাধান করা। 

“ডিজিট কম্পিউটার”তে আপনার প্রকাশ করা কোন লেখা বা প্রদান করা তথ্য হয়তো অন্য কারো তথ্যের চাহিদা পূরণ করতে পারে বা সমস্যার সমাধান দিতে পারে। একই ভাবে অন্য কারো প্রকাশ করা কোন লেখা বা তথ্য থেকে আপনিও উপকৃত হতে পারেন।। আপনিও ইচ্ছা করলে এখানে লিখতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টিপস, টিউটোরিয়াল, খবর, অভিজ্ঞতা ইত্যাদি শেয়ার করুন আমাদের সাথে।

এ লিখতে হলে প্রথমে আপনাকে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য এই লিংক এ ক্লিক করুন। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে লগিন করে সয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া পাসওয়ার্ডটি বদলে আপনার পছন্দের পাসওয়ার্ড সেট করুন। এরপর আপনার প্রোফাইলে গিয়ে নিজের নাম বাংলায় লিখুন এবং আপনার নিজের সম্পর্কে ৩০-৪০ শব্দের মধ্যে কিছু লিখুন। এরপর লেখা জমা দেয়ার জন্য এই লিংকে ক্লিক করুন। এরপর একটি পোস্ট এডিটর চালু হবে। সেখানে পোস্টের একটি শিরোনাম দিন এবং পোস্ট লিখা শেষ করে বিভাগ এবং ট্যাগ নির্বাচন করুন। এরপর Pending Review বাটনে ক্লিক করলে লেখা জমা হবে এবং রিভিউ এর পর এডমিন সেটি ব্লগে প্রকাশ করবেন। 

নির্দেশনা :

  • কোন প্রকার কপি-পেস্ট গ্রহণযোগ্য নয়। পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা পাঠানো যাবে না।
  •  অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না (অনুমতি সাপেক্ষ্যে বিবেচনাযোগ্য)।
  • লেখায় কোন বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করা বা ব্যাঙ্গ করা যাবে না।
  •  ভুল তথ্য লেখার অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে ।
  •  ট্রাভেল নিউজের কাছে পাঠানো লেখা রিভিউয়ের পর প্রকাশযোগ্য মনে হলে লেখকের তথ্যসহ প্রকাশ করা হবে।
  •  আপনার লেখাটিকে আরও আকর্ষনীয় করতে প্রয়োজনে আপনার লেখার সম্পাদনা করা হতে পারে।
  • লেখার সতন্ত্রতা নিশ্চিত করতে লেখার সম্পূর্ণ দায়ভার লেখককে নিতে হবে। কারণ লেখাগুলো লেখকের নামে প্রকাশিত হবে।
  •  লেখা ৫০০ থেকে ৩,০০০ শব্দের ভিতর হতে হবে।
Scroll to Top